নয়াদিল্লি: বয়স কম। কিন্তু বাইকে সওয়ার হয়ে সে কথা মাথায় ছিল না ওদের। উদ্দাম গতিতে বাইক নিয়ে রাস্তা দাপিয়ে বেড়িয়েছে। আর সেজন্য শাস্তি পেতে হল ওদের বাবা-মায়েদের। তেলঙ্গানার বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালত জানতে চাইল, কেন ছেলেরা নাবালক হওয়া সত্ত্বেও বাইক দিয়ে ছেড়ে দিয়েছেন বাবা-মায়েরা!
প্রথমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে অভিযানের পর কমবয়সিদের বাইকে চেপে রাস্তা দাপানোর বিরুদ্ধে পথে নেমেছে তেলঙ্গানা পুলিশ। তখনই ধরা পড়েছে একদল কচিকাচা।
বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালত ১০ জন অভিভাবককে নাবালক ছেলেদের বাইক চালানোর অনুমতি দেওয়ায় একদিনের জন্য জেলে পাঠিয়েছে, পাশাপাশি মোটর ভেহিকলস আইনের ১৮০ ধারায় তাঁদের ৫০০ টাকা করে জরিমানার নির্দেশও দিয়েছে। ১৪ বছরের এক কিশোরকে একদিনের জন্য জুভেনাইল হোমে পাঠাতেও বলেছে আদালত।
সব ক্ষেত্রেই বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে জোর গতিতে বাইক ছুটিয়ে যাওয়ার প্রবণতা কমে, সেজন্য কিশোরদের, তাদের অভিভাবকদের কাউন্সেলিং করানোর জন্য ট্রাফিক ট্রেনিং ইনস্টিটিউটে ডাকা হয়েছে।
নাবালক ছেলেরা রাস্তা দাপালো বাইকে, জেল, জরিমানা অভিভাবকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2018 04:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -