মুম্বই: হিসেবহীন বিপুল পরিমাণ সোনা ও অন্যান্য বহুমূল্য সামগ্রীর সঙ্গে মুম্বই বিমানবন্দরে ধরা পড়লেন ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পাণ্ড্য।


সদ্য সমাপ্ত আইপিএলে চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স-এর গুরুত্বপূর্ণ সদস্য ক্রুনাল। আইপিএল শেষ হওয়ার পর তিনি এদিনই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরেন।<





বিমানবন্দরে তাঁকে আটকান ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স(ডিআরআই) আধিকারিকরা। তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়।

সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ স্বর্ণ অলঙ্কার, দামী হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। সূত্রের খবর, অনেক জিনিসের বৈধ ক্রয়পত্র বা নথি তিনি দেখাতে পারেননি। ২৯ বছর-বয়সীকে বেশ কিছুক্ষণ ধরে জেরা করে ডিআরআই।


২০১৬ সালের ১ এপ্রিল থেকে লাগু হওয়া নিয়ম অনুযায়ী, ভারত থেকে দুবাইগামী কোনও ভারতীয় পুরুষ যাত্রী ২০ গ্রাম সোনা, যার মূল্য  অনধিক ৫০ হাজার টাকা বহন করতে পারেন। আবার দুবাই থেকে ভারতে আসা কোনও পুরুষ যাত্রী সর্বাধিক ৪০ গ্রাম বা ১ লক্ষ টাকা সোনা আনতে পারেন।