পটনা: একটি মোবাইল ফোনের শোরুমের সেলসম্যানের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ২ লক্ষ টাকা এবং ৩০টি মোবাইল ফোন ছিনতাই করে পালাল দুই বাইক-আরোহী। ঘটনাটি বিহারের রোহতাস জেলার সাসারাম শহরের। ছিনতাইবাজদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

সাসারামের এসডিপিও অলোক রঞ্জন বলেছেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রিটেলারদের কাছ থেকে টাকা নিয়ে শোরুমে ফিরছিলেন সেলসম্যান পঙ্কজ কুমার। সাসারামের তাকিয়া উড়ালপুলে তাঁর চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাইকটিকে কোচাস শহরের দিকে যেতে দেখা গিয়েছে। বিজ্ঞানসম্মত উপায়ে দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।