নয়াদিল্লি: নেই পরিশুদ্ধ পানীয় জল। মোবাইলে নেটওয়ার্কও সবসময় থাকে না। তার উপর প্রচণ্ড গরম। ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাশাপাশি এই সমস্যাগুলিরও মোকাবিলা করতে হচ্ছে সিআরপিএফ জওয়ানদের। মাওবাদীদের হামলায় ২৫ জন জওয়ানের মৃত্যুর পর সিআরপিএফ আধিকারিকরা বস্তারে গিয়েছিলেন। তাঁরা শিবির পরিদর্শন করেন। পানীয় জলের সমস্যার বিষয়টি আধিকারিকদের নজরে এসেছে। এক আধিকারিক বলেছেন, তাঁরা শিবিরে পানীয় জল শুদ্ধ করার ব্যবস্থা করেছেন। কিন্তু জওয়ানরা টহলদারিতে গিয়ে যে কোনও জায়গায় জল পান করেন। ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন।
পানীয় জলের পাশাপাশি বস্তার অঞ্চলের প্রবল গরমে জওয়ানদের সমস্যা বেড়েছে। এখন সেখানকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চড়া রোদে জওয়ানরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন। তাঁদের চাঙ্গা রাখার জন্য তাঁদের নানারকম পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা উপদেষ্টা কে বিজয় কুমার মেনে নিয়েছেন, সিআরপিএফ শিবিরগুলির হাল ফেরানো দরকার।
ছত্তীসগঢ়ে মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে দীর্ঘদিন থাকতে হয় জওয়ানদের। প্রতিকূল পরিস্থিতিতে বসবাসের পাশাপাশি খারাপ মোবাইল নেটওয়ার্কের জন্য পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে সমস্যা হয় জওয়ানদের। ফলে তাঁরা মানসিকভাবে দমে যাচ্ছেন। জওয়ানদের ছত্তীসগঢ়ে তিন বছর থাকার কথা ছিল। কিন্তু পাঁচ বছর ধরে তাঁদের সেখানে রাখা হয়েছে। ফলে তাঁদের মধ্যে উদ্যমের ঘাটতি দেখা যাচ্ছে। গত তিন বছরে লড়াই করতে গিয়ে বিভিন্ন বাহিনীর এক হাজারেরও বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। তাই সিআরপিএফ জওয়ানদের অন্যত্র বদলি করার কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রক।
শুধু মাওবাদী নয়, ছত্তীসগঢ়ে সিআরপিএফ-এর ‘শত্রু’ জল, তাপমাত্রা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2017 08:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -