নয়াদিল্লি: মাওবাদী-দমনে এবার মহিলা কম্যান্ডো নামাবে সিআরপিএফ!
প্রথমবার দেশের বিভিন্ন মাওবাদী অধ্যুষিত রাজ্যে মহিলা কম্যান্ডোদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ।
খবরে প্রকাশ, গত সপ্তাহেই রাজস্থানের আজমেঢ়ে থেকে কম্যান্ডো ও মাও-দমন অভিযানের বিশেষ প্রশিক্ষণ নিয়ে প্রথম ব্যাচের ৫৬৭ জন মহিলা সফলভাবে পাশ করেছেন। জানা গিয়েছে, তাঁদেরকেই দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে পাঠানো হবে।
সিআরপিএফ ডিজি কে দূর্গা প্রসাদ জানান, বিভিন্ন পর্যায়ে এই মোতায়েনের কাজ চলবে। মূলত, এই মহিলাদের কোম্পানি ফর্মেশনে মোতায়েন করা হবে। অর্থাৎ, প্রত্যেক দফায় ১০০ জন করে মহিলা কম্যান্ডো দায়িত্ব নেবেন।
মাও-দমন অভিযানকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যা সমাধানের সবচেয়ে কঠোর চ্যালঞ্জ হিসেবে ধরা হয়। সেখানে মহিলাদের মোতায়েন করা এক অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ বলেই মনে করছেন নিরাপত্তা-বিশেষজ্ঞরা।
দূর্গাপ্রসাদ জানান, এই মহিলা কম্যান্ডোদের বিশেষভাবে মাও-দমন অভিযানের জন্য তৈরি করা হয়েছে। তিনি যোগ করেন, প্রথমেই তাঁদের সবচেয়ে কঠিন কাজ সম্পন্ন করার দায়িত্ব সচেতনভাবেই দেওয়া হয়েছে।
বাহিনীর প্রধান প্রশ্ন করেন, মাওবাদীদের মধ্যে যদি মহিলা থাকতে পারে, তাহলে নিরাপত্তাবাহিনীতে মহিলা কেন পারবে না। তিনি জানান, মাও-মোকাবিলার জন্য টানা ৪৪ সপ্তাহ ধরে এই মহিলাদের জঙ্গল-ওয়ারফেয়ার (গেরিলা-যুদ্ধ), আনআর্মড কমব্যাট (অস্ত্রছাড়া লড়াই), অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার সহ যাবতীয় রণকৌশল এবং জীবিকা-কৌশল শেখানো হয়েছে।
এবার মাওবাদী মোকাবিলায় সিআরপিএফ-এর মহিলা কম্যান্ডো-বাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2016 12:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -