নয়াদিল্লি: বোনকে গলায় ফাঁস দিয়ে খুন করল দাদা। এমনই নারকীয় ঘটনা ঘটেছে উত্তরপশ্চিম দিল্লির মুখার্জী নগরে। পুলিশ জানিয়েছে, ২৮ বছরের ওই মহিলাকে খুন করে তাঁর দাদা। বোনের গলায় পিন ফুটিয়ে পরে ফাঁস দিয়ে হত্যা করে সে। খুনীর ১০ বছরের সন্তানের চোখের সামনেই এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। খুনের আগে খুনি তার বোনকে নিগ্রহ করে বলেও ওই শিশু জানিয়েছে।
সবচেয়ে আশ্চর্য যে, খুনের পর বাকি রাতটা বোনের মৃতদেহের পাশেই ঘুমিয়েছিল অভিযুক্ত। ৩০ বছরের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছে যে, তার বোনকে সে একটা ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল। জানা গেছে, মৃত মহিলা স্বামী পরিত্যক্তা। স্বামী ছেড়ে যাওয়ার পর গত কয়েকমাস তিনি দাদার কাছেই থাকতেন।
অন্যদিকে, অভিযুক্তের স্ত্রী কয়েকদিন আগে বাড়ি ছেড়ে চলে যান। অবিরাম ঝগড়া-ঝামেলার কারণেই তিনি বাড়ি ছেড়ে যান বলে পুলিশ জানিয়েছে।
নৃশংস ঘটনা: বোনকে গলায় ফাঁস দিয়ে খুন করে মৃতদেহের পাশে সারা রাত ঘুমোল দাদা
ABP Ananda, web desk
Updated at:
22 Aug 2016 02:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -