শ্রীনগর: উত্তপ্ত কাশ্মীর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হল ১২ বছরের এক বালকের। মৃতের সংখ্যা বেড়ে ৮৪।
পুলিশ সূত্রে খবর, মৃত বালকের নাম জুনাইদ আখুন। গতকাল সাফাকাদলের সৈদাপোরা থানা এলাকায় ছররা গুলিতে জখম হয় সে। মাথায় এবং বুকে গুলি লাগে তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় জুনাইদের। এই ঘটনার জেরে সাতটি থানা এলাকায় জারি রয়েছে কার্ফু। নওহাট্টা, খানইয়ার, রাইনাওয়ারি, সাফাকদল, মহারাজগঞ্জ, মইসুমা এবং বাটামালুতে রয়েছে কার্ফু।
প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
অশান্ত কাশ্মীর: পেলেট-গুলিতে মৃত্যু নাবালকের, মৃত বেড়ে ৮৪
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2016 03:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -