নয়াদিল্লি: কালো টাকার বিরুদ্ধে অভিযান অব্যাহত আয়কর দফতরের। সূত্রের খবর, ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ হওয়ার পর দেশের বেশ কয়েকটি শহরে খোঁজ খবর শুরু হয়। দেখা গেছে, বহু ক্ষেত্রে পুরনো নোটে ব্যাঙ্কে আড়াই লক্ষ টাকারও বেশি জমা পড়েছে।
ব্যাঙ্কের তরফে এই রিপোর্ট পেতেই সেই সব ব্যক্তি বা সংস্থাকে চিহ্নিত করে আয়কর আইনের ১৩৩-এর ৬ ধারা অনুযায়ী নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আয়কর দফতর। কালো টাকা বিরোধী অভিযানে নেমে একাধিক ব্যক্তি ও সংস্থাকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর।
দফতর জানিয়েছে, ব্যাঙ্কগুলিতে আড়াই লক্ষেরও বেশি অঙ্কের সন্দেহজনক পরিমান টাকা জমা পড়ছে। যারা বিশাল অঙ্কের টাকা জমা দিচ্ছে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। চলছে কড়া নজরদারি।
নোট বাতিল: বিশাল অঙ্কের টাকা জমা করলে আয়কর দফতরের নোটিশ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2016 12:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -