লখনউ: কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটকে গঙ্গা ও যমুনার মেলবন্ধন হিসেবে উল্লেখ করলেন রাহুল গাঁধী। অন্যদিকে, ‘সাইকেল’ ও ‘হাত’-এর এক হওয়াকে দুর্দান্ত হিসেবে বর্ণনা করলেন অখিলেশ যাদব।


জোট বাঁধার পর রবিবার লখনউতে প্রথম যৌথ সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস সহ-সভাপতি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেন দুজনেই।


কংগ্রেস-সপা জোট প্রসঙ্গে রাহুল বলেন, এই গাঁটছড়া গঙ্গা ও যমুনার মত, যেখান থেকে উন্নয়নের সরস্বতী বয়ে আসবে।


এদিন অখিলেশকে পাশে নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস সহ-সভাপতি বলেন, আমরা একযোগে আগ্রাসন ও ভীতির রাজনীতিকে ধিক্কার জানাচ্ছি।


জোটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাহুলের দাবি, ক্ষমতায় এলে এই জোট উত্তরপ্রদেশের মানুষকে আরও শক্তিশালী করবে। এই জোট প্রগতি, সমৃদ্ধি ও শান্তির পক্ষে কাজ করবে।


অন্যদিকে, অখিলেশও জোটের পক্ষে জোর সওয়াল করেন। বলেন, সাইকেলে হাত এক অনন্য বন্ধন। তাঁর মতে, এই জোট জনতার জোট। মোদী সরকারকে আক্রমণ করে তিনি জানান, দেশকে লাইনে দাঁড় করানোর জবাব দেবে জনতা।


তবে, নির্বাচনের রণকৌশল কী হবে, এদিন তা খোলসা করা হয়নি। ভোটপ্রচারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী বা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব অংশ নেবেন কি না, সেই বিষয়েও ধোঁয়াশা রেখে দেন রাহুল-অখিলেশ।