নয়াদিল্লি: টাটা গোষ্ঠীর বোর্ডরুমের লড়াই এবার আইনি পথে। সাইরাস মিস্ত্রিকে সংস্থার চেয়ারম্যান পদে অপসারনের সিদ্ধান্তে যাতে কোনও আইনি বাধা না পড়ে তা নিশ্চিত করতে টাটা গোষ্ঠী সুপ্রিম কোর্ট, মুম্বই হাইকোর্ট এবং ন্যাশনাল কোম্পানি ট্রাইব্যুনালে ক্যাভিয়েট দাখিল করল।
চেয়ারম্যান পদ থেকে অপসারণ সিদ্ধান্তের বিরুদ্ধে সাইরাস মিস্ত্রি কোনও আবেদন করলে, টাটা সন্স বা টাটা ট্রাস্টের পক্ষ শুনে তবেই যেন কোনও নির্দেশ দেওয়া হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পিটিশনকারীদের মধ্যে রয়েছেন রতন টাটা ও অন্যান্যরা।
গতকাল সাইরাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর বিভিন্ন মহলে জল্পনা শুরু হয় যে, অপসারিত চেয়ারম্যান টাটা সন্স বোর্ডের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত নেয় টাটা গোষ্ঠী। সূত্রের খবর, সাইরাসের অপসারণে স্থগিতাদেশ বা অন্য কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে তাদের বক্তব্য শোনার আর্জি জানিয়েছে টাটা।
এর আগে সাইরাজের আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও পরে সেই খবর অস্বীকার করে সাইরাজের অফিস।
যদিও, সাইরাসের অফিসের তরফে জানানো হয়, তিনি কোনও ক্যাভিয়েট দাখিল করেননি। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, বর্তমান প্রেক্ষিতে এ ধরণের কিছু কল্পনা করা একেবারেই ঠিক নয়।
উল্লেখ্য, কর্পোরেট দুনিয়াকে চমকে দিয়ে চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দিয়েছে টাটা গোষ্ঠী। অন্তর্বর্তী কর্ণধার হিসেবে ফিরেছেন রতন নভল টাটা-ই। সাইরাসকে সরানোর কথা ঠিক করেছে তাদের হোল্ডিং (মূল) সংস্থা টাটা সন্স। এই কোম্পানি নুন থেকে শুরু করে সফটওয়্যার তৈরি করে। টাটা গোষ্ঠীর মূল সংস্থা হল টাটা সন্স। ‘টাটা’ ব্র্যান্ড-নাম এবং ট্রেডমার্কেরও মালিক তারা। টাটাদের সংস্থাগুলি ব্যবসা করে এর শাখা হিসেবে। এই টাটা সন্সেরই প্রায় ১৮.৫% মালিকানা নির্মাণ সংস্থা শাপুরজি-পালোনজি গোষ্ঠীর হাতে। এই শাপুরজি-পালোনজি গোষ্ঠীর চেয়ারম্যান পালোনজি মিস্ত্রিরই ছেলে সাইরাস।
এদিন শাপুরজি-পালোনজির পক্ষ থেকে বলা হয়েছে, সাইরাসকে সরিয়ে দেওয়ার ঘটনাক্রম তারা খতিয়ে দেখছে। আইনি উপায় অবলম্বনের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
সাইরাসকে আইনি সুরাহা নয়, আদালতে ক্যাভিয়েট টাটা গোষ্ঠীর
ABP Ananda, web desk
Updated at:
25 Oct 2016 04:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -