দাদরি: ফের অশান্তির মেঘ ঘনিয়েছে উত্তরপ্রদেশের দাদরির বিশাদা গ্রামে। গত বছর গণপ্রহারে মৃত মহম্মদ আখলাকের বাড়ির ফ্রিজে গোমাংস রাখার রিপোর্ট প্রকাশ্যে আসতে ক্ষিপ্ত সাধারণ মানুষ। তাঁরা চান, আইন অমান্য করে গোহত্যার দায়ে আখলাকের পরিবারের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ গড়িমসি করায় মঙ্গলবার গ্রামে মহাপঞ্চায়েত ডেকেছেন তাঁরা। এফআইআর দায়েরের জন্য সেখান থেকে পুলিশকে বার্তা দেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ, জারি হয়েছে ১৪৪ ধারা, যাতে বেশি লোক এক জায়গায় জমায়েত না হতে পারেন।
দিনকয়েক আগে ফরেনসিক রিপোর্টে জানা গেছে, মৃত আখলাকের বাড়ির ফ্রিজে গোমাংস রাখা ছিল। যদিও এর আগে আখলাকের পরিবার বারবার দাবি করে, গোমাংস নয়, ফ্রিজে পাঁঠার মাংস ছিল। কিন্তু এই রিপোর্ট সামনে আসার পর বিশাদা গ্রামের মানুষজন গৌতম বুদ্ধ নগরের এসএসপির সঙ্গে দেখা করে দাবি করেন, ওই পরিবারের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিতে হবে। পুলিশ কর্তা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়ে জানান, যদি সত্যিই দেখা যায়, ফ্রিজে গোমাংস ছিল, তবে এফআইআর করা হবে। কিন্তু গ্রামবাসীরা জানিয়ে দেন, পুলিশ এফআইআর দায়েরে রাজি না হওয়ায় মঙ্গলবার মহাপঞ্চায়েতে বসবেন তাঁরা।