নয়াদিল্লি: রাজধানীতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসন ও চিকিৎসক মহলে। পরিস্থিতি মাঝে কিছুদিন আয়ত্তের মধ্যে থাকলেও ফের আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামলাতে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।


এবং সেই বৈঠকের পর কেজরীবাল জানালেন, দিল্লির পরিস্থিতি সামলাতে দৈনিক এক লক্ষ করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। রবিবার সাংবাদিকদের কেজরীবাল বলেন, ‘প্রত্যেক দিন ১ লক্ষ করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি পরবর্তী ৭-১০ দিনে দিল্লির করোনা পরিস্থিতির উন্নতি হবে।’

রবিবারের বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন, রাজ্যপাল অনিল বৈজল এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।



এমনিতেই দূষণে বেহাল দিল্লি। মাত্রাছাড়া বায়ুদূষণে রীতিমতো বিপাকে দিল্লিবাসী। অন্য বছরের মতো শীতের মরশুম শুরুর ঠিক আগে থেকেই দিল্লি ঢাকছে দূষণে। দীপাবলির রাতে তা সিভিয়ার ক্যাটেগরিতে পৌঁছে গেল। এবার দীপাবলিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হলেও অনেক জায়গায় সেই নিয়ম ভাঙা হয়েছে। আর তার ফলেই আরও খারাপ হয়েছে দূষণের মাত্রা।

শনিবার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪১৪। যা কি না মারাত্মক (সিভিয়ার) দূষণের শ্রেণিতে পড়ে। যা বৃহস্পতি ও শুক্রবার ছিল যথাক্রমে ৩১৪ ও ৩৩৯। অর্থাৎ একদিনে দূষণ অনেকটাই বেড়েছে। যা করোনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।