এমনকি মহারাষ্ট্রের যেসমস্ত জায়গায় আজ দুধের ট্যাঙ্ক দেখা গিয়েছে, সেসব জায়গাতেই বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভকারীরা। সাংসদ রাজু শেট্টির নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছে দুগ্ধ উৎপাদকরা। আজ থেকে মুম্বই-পুণেতে দুধ সরবরাহ বন্ধ।
মালেগাঁওতে একটি দুধের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ধর্মঘটে সামিল আমুলও। এরফলে মুম্বইয়ের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।