মুম্বই:  মহারাষ্ট্রে এবার আন্দোলনে দুগ্ধ উৎপাদকেরা। প্রতি লিটারে ৫ টাকা করে ভর্তুকি দেওয়ার দাবি তুলেছে স্বাভিমানি শ্বেতকারি সংগঠন। এদের তরফেই আজকের ধর্মঘট ডাকা হয়েছিল। এর জেরে সোমবার মহারাষ্ট্রের প্রায় সমস্ত ডেয়ারি সংস্থাই দুগ্ধ উৎপাদকদের থেকে দুধ নেয়নি।

 

এমনকি মহারাষ্ট্রের যেসমস্ত জায়গায় আজ দুধের ট্যাঙ্ক দেখা গিয়েছে, সেসব জায়গাতেই বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভকারীরা। সাংসদ রাজু শেট্টির নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছে দুগ্ধ উৎপাদকরা। আজ থেকে মুম্বই-পুণেতে দুধ সরবরাহ বন্ধ।




মালেগাঁওতে একটি দুধের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ধর্মঘটে সামিল আমুলও। এরফলে মুম্বইয়ের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।