কুরুক্ষেত্র: অপরাধ তাঁরা ‘দলিত’। তাই বিয়ের পর স্ত্রীকে নিয়ে মন্দিরে যেতে পারলেন না হরিয়ানার ভুসথলা গ্রামের সদ্যবিবাহিত যুবক। শুধু তাই নয়, বিয়ের শোভাযাত্রায় পাথর ছোঁড়ারও অভিযোগ ওঠে গ্রামের উচ্চবিত্তদের উপরে। ঘোড়ার পিঠে চড়ে আসছিলেন নবদম্পতি। শুধুমাত্র দলিত সম্প্রদায়ের হওয়ায় ঘোড়ায় চড়ার অধিকার তাঁদের নেই। তাই নামিয়ে দেওয়া হয় নব দম্পতিকে।
ওই যুবকের বাবা সুরেশ কুমার ঝাঁসা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় ২৫ জন ব্লক সমিতির সদস্য তাঁদের মন্দিরে ঢুকতে বাধা দেয়। শুধু তাই নয়, জোর করে ঢুকলে খুনেরও হুমকি দেয় বলে অভিযোগ। বরের এক আত্মীয় জানিয়েছেন, মন্দির থেকে লাউড স্পিকারের মাধ্যমেও হুমকি দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের পরিবেশ। বিবাদ চরমে ওঠে দুই সম্প্রদায়ের। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
দলিত সম্প্রদায়ের সদস্যরা জাতীয় কমিশনে দেখা করে বিষয়টি জানিয়েছেন বলে জানা গিয়েছে।
দলিত নব-দম্পতিকে ঘোড়ায় চড়তে বাধা, উত্তেজনা হরিয়ানার গ্রামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2016 04:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -