নয়াদিল্লি: আধার কার্ডের জন্য বেসরকারি সংস্থাকে দিয়ে তথ্য সংগ্রহ করা সঠিক ভাবনার পরিচয় নয়। এক মামলার শুনানিতে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের।
আধারের জন্য তথ্য জোগাড় করার প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা মামলার শুনানিকে এদিন ত্বরাণ্বিত করতে অস্বীকার করলেও, প্রধান বিচারপতি জে এস কেহর, বিচারপতি এন ভি রামানা এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ একটি বিষয়ে সংশয় প্রকাশ করে।
আদালত জানায়, সীমিত তথ্য থাকার ফলে এই সংক্রান্ত শুনানি অবিলম্বে সম্ভব না হলেও, একটা বিষয় উদ্বেগের। তা হল, বেসরকারি সংস্থাকে দিয়ে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা। মামলা দাখিল করেছিলেন শ্যাম দিবান নামে এক প্রবীণ আইনজীবী।
এর আগে ২০১৫ সালের অক্টোবরে, মহাত্মা গাঁধী গ্রামীণ স্বরোজগার যোজনা, পেনশন প্রকল্প, প্রভিডেন্ট ফান্ড এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনার মত বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে স্বেচ্ছায় আধার কার্ডের ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট।
পাশাপাশি, হতদরিদ্রদের উন্নয়ণের লক্ষ্যে বিভিন্ন সমাজ কল্যাণ মূলক প্রকল্প এবং রান্নার গ্যাস ও রেশনেও স্বেচ্ছায় আধার কার্ডের ব্যবহার করার অনুমতি দেয় সর্বোচ্চ আদালত।