নয়াদিল্লি: ছেলে নয়, পু্ত্রবধূর মেয়ে হয়েছে, এই আনন্দে ডগমগ শাশুড়ি বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গিয়ে তাঁকে একেবারে হন্ডা সিটি গিফট দিয়ে বসলেন!
কন্যাভ্রুণ হত্যা, পুত্রসন্তানের জন্ম না দেওয়ায় বউয়ের ওপর অত্যাচার, বাপের বাড়ি থেকে চাহিদামতো পণ আনতে না পারায় নির্যাতন, এসব দেখতে অভ্যস্ত ভারতে একেবারে উল্টো নজির, বলা যায় ইতিহাস তৈরি করলেন প্রেমা দেবী। উত্তরপ্রদেশের হামিরপুরের এই শাশুড়ি মনে করেন, ঘরে ছেলের চেয়ে মেয়ে থাকা ভাল।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত ইনসরপেক্টক প্রেমা দেবীর ছেলে হামিরপুরের সরকারি কর্মী, পুত্রবধূ খুশবু গৃহবধূ। সম্প্রতি খুশবু একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খুশি হয়ে প্রেমা দেবী ঘর আলো করে নাতনির আগমন সেলিব্রেট করতে ছোটখাট পার্টি দেন। সেখানেই ঘোষণা করেন, দেওয়ালিতে খুশবুকে একেবারে ব্র্যান্ড নিউ হন্ডা সিটি দেবেন। উপহার পেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে খুশবুর দু চোখ বেয়ে।
প্রেমা দেবী বলেন, ছেলের বউ হয়ে যে শ্বশুরবাড়ি আসে, সে তো কারও না কারও মেয়েই। তাই পুত্রবধূকে মেয়ের মতো দেখাই উচিত। ওদের মেয়ের মতো যত্ন করলে, ভালবাসা দিলে সংসারে সুখ, শান্তি আসে। কন্যাভ্রুণ হত্যা রোধ করা সম্ভব একমাত্র এভাবেই।
আপ্লুত খুশবু জানালেন, প্রেমা দেবীর মতো শাশুড়ি পেয়েছেন, এটা তাঁরও পরম সৌভাগ্য। শাশুড়ি যেমন তাঁকে নিজের মেয়ে বলেই দেখেন, তেমনই খুশবুও চান, শাশুড়িকে নিজের মা বলেই ভাবুন পুত্রবধূরা।
মেয়ে হয়েছে, পুত্রবধূকে নতুন হন্ডা সিটি গিফট করলেন শাশুড়ি!
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2016 03:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -