নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি পাকিস্তানকে তুলোধনা করেছেন। কিন্তু, সীমান্তের ওপার থেকে এদেশে আসা কিশোরীদের কাছে সুষমা স্বরাজ একেবারে অন্য অবতারে! ওই মেয়েদের উদ্দেশ্যে তাঁর বার্তা, কন্যা তো সকলের-ই।

সম্প্রতি, একাদশ বিশ্ব যুব শান্তি উৎসবে অংশগ্রহণ করতে সাতদিনের ভারত সফরে এসেছিল পাকিস্তানের ১৯ জন পাক কিশোরী। সোমবারই তারা সকলে নিজের দেশে ফিরে গিয়েছে। তার আগে, জানিয়ে যায়, এদেশের আথিতেয়তায় তারা আপ্লুত।

জানা গিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক একদিন আগে মঙ্গলবার তারা রাজধানীতে আসে। বুধবার রাতে ভারতীয় কম্যান্ডোদের অভিযান হয় পাক-অধিকৃত কাশ্মীরে।

এরপর দুদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকায় পাক ছাত্রীরা আশঙ্কিত হয়ে পড়ে। তাদের  মনে হয়েছিল, এদেশে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে পারে তারা। এমনকী, তাদের অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়েন।

কিন্তু, ভারতের তরফে অভয় দেওয়া হয়, কোনও সমস্যা হবে না। ভারতে যাতে পাক প্রতিনিধিদলের কোনও সমস্যা না হয়, তার সব ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগী হন সুষমা।

উৎসবের আয়োজক প্রমোদ শর্মা জানান, বিদেশমন্ত্রক সহ কেন্দ্রীয় প্রশাসন পাক প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানিয়ে দেয়, এদেশে পাক প্রতিনিধিদলের কোনও ক্ষতি হবে না।

১ অক্টোবর সুষমার সঙ্গে নিজেদের আশঙ্কার কথা জানিয়ে কথা বলেন প্রতিনিধিদলের প্রধান আলিয়া হারির। তিনি বলেন, ভারতের বিদেশমন্ত্রী তাঁকে সবরকম নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

এরপরই সুষমা তাঁকে টুইট করে বলেন, আমি আপনাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করেছি। কারণ, একজনের মেয়ে তো অন্যের-ও মেয়ে। সুষমার এই একটা টুইট তাঁকে পাক কিশোরীদের কাছে ‘সুপারমম’ করে তোলে।

ভারত ও পাকিস্তানের মধ্যে যে শত্রুতার আবহাওয়া রয়েছে, সেইদিক বিচার করে পাক কিশোরীদের সফর অবশ্যই ব্যতিক্রম। আর সেই দৃষ্টান্তকে কোনওমতেই হাতছাড়া করতে চাননি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।