নয়াদিল্লি: বাবা-মায়ের বাড়িতে ছয় মাস ধরে আটক  এক বিবাহিতা তরুণীকে উদ্ধার করল দিল্লির মহিলা কমিশন ও গুরগাঁও পুলিশের একটি দল।

ওই তরুণী মহিলা কমিশনকে জানিয়েছেন, বাবা-মায়েক ইচ্ছার বিরুদ্ধে তিনি বিয়ে করেছিলেন এবং হরিয়ানাতে ১৪ মাস স্বামীর সঙ্গেই ছিলেন। ওই সময় তাঁর বাবা-মা তাঁকে বিয়ে ভেঙে দিয়ে বাড়িতে ফিরে আসার জন্য চাপ দিতেন। একটা সময় তরুণীর বাবা-মা তাঁকে জোর করে বাড়িতে নিয়ে আসেন। এরপর আর তাঁকে স্বামীর কাছে ফিরে যেতে দেওয়া হয়নি।

ওই তরুণী আরও জানিয়েছেন, স্বামীর কাছে ফিরতে চাইলে তাঁকে ও তাঁর শিশু সন্তানকে খুনের হুমকিও দিয়েছিলেন তাঁর বাবা-মা।

তরুণীর স্বামী তাঁর বন্ধুদের সাহায্যে বিষয়টি দিল্লির মহিলা কমিশনকে জানায়। এরপরই কমিশনের চেয়ারপার্সন স্বাতী জয়হিন্দ রজনী নামের ওই মহিলাকে উদ্ধারের জন্য একটি দল পাঠান।