নয়াদিল্লি: ট্রেনে উঠতে-নামতে গিয়ে মৃত্যু বা জখম হলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী যাত্রীরা। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে দুর্ঘটনাকে সংশ্লিষ্ট যাত্রীর গাফিলতি বলে গন্য হবে না।
সুপ্রিম কোর্ট বলেছে, শুধুমাত্র রেল চত্বরে দেহ পাওয়া গেলে বা জখম হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষতিপূরণ দাবি করার ক্ষেত্রে 'প্রকৃত যাত্রী' হিসেবে ধরে নেওয়া যায় না। এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে আদালত বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টিকিট না থাকলেও তা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না। তবে ক্ষতিপূরণ যিনি চাইছেন, তাঁর দাবির স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার দায়িত্ব তাঁরই।
বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও বিচারপতি রোহিনটন এফ নরিম্যানের বেঞ্চ বলেছে, ট্রেন উঠতে বা নামতে গিয়ে মৃত্যু বা জখম হওয়ার ঘটনা একটি 'অবাঞ্ছিত ঘটনা' এবং এক্ষেত্রে দুর্ঘটনার শিকার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। এক্ষেত্রে শুধুমাত্র দুর্ঘটনার শিকারের গাফিলতির আর্জি জানালেই তা ১২৪ এ ধারা (আত্মহত্যা, নিজে আঘাতপ্রাপ্ত হওয়া)-র আওতায় পড়বে না।
উল্লেখ্য, ২০০২-র ২০ আগস্ট বিহারে ট্রেনে অতিরিক্ত যাত্রীর ভিড়ে পড়ে গিয়ে মৃত ব্যক্তির স্ত্রীকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল পটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র।
পটনা হাইকোর্ট রেলওয়ে ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ করে দিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী হলফনামা দিয়ে সাক্ষ্য দিয়েছিলেন যে, নিহত টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন। তাঁর সাক্ষ্যের ভিত্তিতে ওই নির্দেশ দিয়েছিল পটনা হাইকোর্ট।
এর আগে ট্রাইব্যুনাল ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছিল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, এটি কোনও 'অবাঞ্ছিত ঘটনা' নয়। চাপা পড়ে মৃত্যুর ঘটনা এবং নিহত 'প্রকৃত যাত্রী'ও ছিলেন না।
ট্রেনে উঠতে-নামতে গিয়ে মৃত্যু বা জখম হলে ক্ষতিপূরণের অধিকারী যাত্রী, নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2018 01:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -