হায়দরাবাদ: মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয় ৭ লাখ টাকা। তারপরেও বাঁচেননি ২৪ বছরের রোগী। ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল ভাঙচুর করলেন। হায়দরাবাদের যশোদা হাসপাতালে ঘটনাটি ঘটেছে।




এ মাসের শুরুতে একই ধরনের অভিযোগ ওঠে গুরুগ্রামের একটি হাসপাতালের বিরুদ্ধে। আর্টেমিস নামের ওই হাসপাতালে ১৭ মাসের শিশুটি মাত্র ঘণ্টাচারেক ভর্তি ছিল, তারপর মারা যায় সে। হাসপাতাল বাবা মাকে বিল ধরায় ৪৬,০০০ টাকা।

গত মাসে গুরুগ্রামেরই মেদান্ত হাসপাতাল ৮ বছরের এক বালকের ২১ দিনের চিকিৎসার খরচ হিসেবে পরিবারের হাতে ১৬ লাখ টাকার বিল ধরায়। ছেলেটির ডেঙ্গি হয়েছিল, তাকেও বাঁচানো যায়নি। একইভাবে গুরুগ্রামেরই ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট ৭ বছরের এক ডেঙ্গু আক্রান্ত বালিকার চিকিৎসার খরচ দাবি করে ১৬ লাখ টাকা। মেয়েটি ওই হাসপাতালে ভর্তি ছিল ১৫ দিন, বাঁচেনি সেও।