নয়াদিল্লি: দেশে গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য গরুকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করার দাবি জানালেন জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আর্শাদ মাদানি। তাঁর মতে, এর ফলে মানুষ ও গরুর জীবন রক্ষা করা যাবে।
সম্প্রতি মহাত্মা গাঁধীর পৌত্র তুষার গাঁধীর দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, উত্তর প্রদেশ, রাজস্থান ও হরিয়ানা সরকার গোরক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। এর জন্য তাদের জবাব দিতে হবে। তুষার দাবি করেছিলেন, গত বছরের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট গোরক্ষক প্রসঙ্গে যে নির্দেশ দিয়েছিল, সেটা মানেনি তিনটি রাজ্য। বিজেপি-শাসিত এই তিনটি রাজ্যের সরকারকে গোরক্ষকদের তাণ্ডবের বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
এই পরিস্থিতিতে মৌলানা মাদানির মন্তব্য এই বিতর্কে নয়া মাত্রা যোগ করল। তিনি উত্তর প্রদেশের সহারানপুরে বলেছেন, ‘অসম, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তর প্রদেশে গরুর জন্য মানুষ খুন করা হচ্ছে। দলিত ও মুসলমানদের মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। তাই মানুষ ও গরুকে রক্ষা করার জন্য আইন করে গরুকে জাতীয় প্রাণী ঘোষণা করা উচিত। এর ফলে মানুষ ও গরু সুরক্ষিত থাকবে।’
মানুষ ও গরুকে রক্ষা করার জন্য জাতীয় প্রাণী ঘোষণা করা হোক, দাবি মৌলানা মাদানির
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2018 04:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -