সরকারের সতর্কবার্তার পর জনধন অ্যাকাউন্টগুলিতে টাকা জমায় ভাঁটার টান
ABP Ananda, web desk | 08 Dec 2016 12:25 PM (IST)
নয়াদিল্লি: সরকারের হুঁশিয়ারির পর জনধন অ্যাকাউন্টে টাকা জমার প্রবণতায় টান ধরেছে। গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর ১৫ নভেম্বর পর্যন্ত জনধন অ্যাকাউন্টগুলিতে জমা পড়া টাকার পরিমাণ ছিল ২০,২০৬ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহ অর্থাত্ ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত জমা পড়েছিল ১১,৩৪৭ কোটি টাকা। ২৩ থেকে ৩০ নভেম্বর সময়ে জমার পরিমাণ কমে হয়েছে ৪,৮৬৭ কোটি টাকা। ১ ও ২ ডিসেম্বর জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে যথাক্রমে ৪১০ ও ৩৮৯ কোটি টাকা। ৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জনধন অ্যাকাউন্টে গড় ১৩,১১৩ টাকা করে জমা পড়েছে। এই পরিমাণ খুব একটা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন আয়কর, মিডিয়া ও টেকনোলজি পলিসি কমিশনার মীনাক্ষী গোস্বামী। যে সমস্ত ব্যাঙ্কগুলির শাখায় স্বাভাবিকের চেয়ে বেশি হারে টাকা জমা পড়েছে সেগুলি চিহ্নিত করেছে আয়কর বিভাগ। ওই সমস্ত অ্যাকাউন্টগুলিতে অন্য কারুর টাকা জমা পড়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, জনধন অ্যাকাউন্টগুলিতে অন্য কারুর টাকা যাতে না জমা করা হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারদের সতর্ক করেছিল সরকার।