নয়াদিল্লি: দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় এক সেনা মেজরের স্ত্রীর হত্যায় উঠে এল নয়া তথ্য। সন্দেহ করা হচ্ছে, আর এক মেজরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জেরেই এই খুন। উত্তরপ্রদেশের মেরঠ থেকে অভিযুক্ত মেজরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

দিল্লির রাজপথে খুন হয়েছেন মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজা। পুলিশকে অমিত জানিয়েছেন, দিল্লি আসার আগে ডিমাপুরে কর্মরত ছিলেন তিনি। সেখানে শৈলজার অন্য এক মেজর নিখিল রাই হান্ডার সঙ্গে ঘনিষ্ঠতা হয়। এর মধ্যে দিল্লি চলে আসেন অমিত। কিন্তু শৈলজার সঙ্গে নিখিলের সম্পর্ক বহাল ছিল। পুলিশের দাবি, শৈলজা সম্পর্কে ইতি টানতে চাইছিলেন। সেই কারণেই তাঁকে নিখিল খুন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

গতকাল সকালে ফিজিওথেরাপির জন্য দ্বিবেদী বেস হাসপাতালে যান শৈলজা। দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের পাশে বেলা ১টা নাগাদ পুলিশের কাছে খবর আসে, এক মহিলার দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে এসে তারা দেখতে পায়, মহিলার গলা কাটা। কিন্তু তাঁর পরিচয় জানা যাচ্ছিল না। ঘণ্টাচারেক বাদে জানা যায়, তিনি সেনা মেজরের স্ত্রী।

এরপরেই নিখিলের খোঁজ শুরু করে পুলিশ।  জানা যায়, হাসপাতালে তাঁকে শৈলজার সঙ্গে দেখা যায়। হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই তথ্য পায় পুলিশ। শৈলজার ফোন কল রেকর্ড পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পারেন, গতকাল বেলা ১০টা থেকে বেলা ১টার মধ্যে নিখিলের সঙ্গে কথা বলেন তিনি।