নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে ব্যঙ্গ করে তাঁর নামে ‘ভারতের সবচেয়ে বড় মিথ্যাবাদী’ পুরস্কার চালু করলেন দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিংহ বাগ্গা। ট্যুইট করে তিনি বলেছেন, সবাই এই পুরস্কার পাওয়ার জন্য মিথ্যা কথার প্রমাণ পাঠাতে পারেন। যিনি এই পুরস্কার পাবেন, তাঁকে নগদ ৫,১০০ টাকা দেওয়া হবে।



একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাগ্গা বলেছেন, কোনও প্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে থাকেন কেজরীবাল। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মানুষের সঙ্গেও প্রতারণা করেছেন। দিল্লিতে বিনামূল্যে ওয়াইফাই, ডিটিসি বাসগুলিতে মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা, অন্তত ৫০০টি নতুন স্কুল চালু করা এবং অন্তত ২০টি কলেজ চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরীবাল। কোনও প্রতিশ্রুতিই পালন করেননি তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় মিথ্যাবাদী।