নয়াদিল্লি: আজকাল একটা কথা মাঝেমধ্যেই শোনা যায়, এখনকার মানুষ সেলফি-ম্যানিয়ায় ভোগেন। যেখানে সেখানে দাঁড়িয়ে গিয়ে সেলফি তোলেন। কিন্তু এই সেলফিই এবার এক প্রবাসী মহিলাকে তাঁর দিল্লি মেট্রোয় ছিনতাই হওয়া ২২ লক্ষের গয়না ফিরিয়ে দিল। সঙ্গে পুলিশের জালে ধরা পড়ল দিল্লি মেট্রোয় ঘোরাফেরা করা ছিনতাইকারীদের একটি দলও।

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা নীলম কুমারী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৯ ডিসেম্বর তাঁর স্বামীর সঙ্গে দিল্লি মেট্রোয় করে যাচ্ছিলেন। সেন্ট্রাল সেক্রেটারিয়াট মেট্রো ষ্টেশনের কাছে ছিনতাই হয়ে যায় তাঁর ২২ লক্ষ টাকার গয়না। এরপর সেই প্রবাসী দম্পতি এফআইআর দায়ের করেন। সিআইএসএফ তদন্ত শুরু করে। তদন্তে নেমে সিআইএসএফ-এর কাজ সহজ করে দেয় ওই মহিলার তোলা একটি অতিসাধারণ সেলফি। আর এই সেলফি-র সৌজন্যেই সিআইএসএফ ছিনতাইকারী মহিলাকে শুধু ধরে ফেলে না। ছিনতাইকারীদের ওই দলটিকে যারা দিল্লি মেট্রোয় ঘুরে বেড়ায় তাদের ধরতে সক্ষম হয়।



সূত্রের খবর, ওই প্রবাসী মহিলা যে সেলফি তুলেছিলেন, সেখানেই তাঁর পিছনে দাঁড়িয়েছিল ছিনতাইকারী দলের এক মহিলা। তাকে ধরেই, দলের অন্য পাঁচজনের হদিশ পায় সিআইএসএফ। সোমবার চৌরি বাজার মেট্রো ষ্টেশন থেকে ধরা হয় ওই ছিনতাইকারী দলটিকে। ছ জনের ওই দলের নেত্রীর নাম কমলা। ছিনতাইকারীরা চুরি যাওয়া ২২ লক্ষের গয়না ফেরত দিয়েছে বলেও জানা গিয়েছে।

ছিনতাইকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্যে পুলিশের হাতে তাদের তুলে দিয়েছে সিআইএসএফ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স তাদের সদস্যদের এই দক্ষতা দেখে, ফোর্সের প্রধান ওপি সিংহ, তিন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মণিকা, কনস্টেবল নূরজাহান এবং নাসরিন খানকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার মূল্য দিয়েছে।