নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে ইলেকট্রনিক ভোটযন্ত্রে কারচুপি করে বিজেপিকে বিপুল ভোটে জিতিয়ে দেওয়া হয়েছে বলে মায়াবতীর অভিযোগ খোদ নির্বাচন কমিশনই খারিজ করে দিলেও ইস্যুটি ফের তুললেন অরবিন্দ কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রী মঙ্গলবার কমিশনকে চিঠি লিখে দাবি করেছেন, দিল্লির আসন্ন পুরসভা নির্বাচনে ইভিএমে নয়, ভোট নেওয়া হোক ব্যালট পেপারে। দিল্লি পুরসভা ভোট এপ্রিলেই।





শনিবার উত্তরপ্রদেশে ভোটগণনায় একের পর এক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের বিপুল জয়ের খবর আসতেই বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী দাবি করেন, ভোটযন্ত্রে এমনভাবে কারসাজি করা হয়েছে যে, যে কোনও বোতামই টিপুন, ভোটটা গিয়ে পড়ছে বিজেপির ঘরে অথবা বিজেপি-বিরোধী ভোট মেশিন নিচ্ছেই না। কারচুপি করেই জেতানো হয়েছে বিজেপিকে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের ভোটের ফল দেখে সব বিরোধী দলের এটা নিয়ে আরও গভীর ভাবে ভাবা উচিত।