শনিবার উত্তরপ্রদেশে ভোটগণনায় একের পর এক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের বিপুল জয়ের খবর আসতেই বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী দাবি করেন, ভোটযন্ত্রে এমনভাবে কারসাজি করা হয়েছে যে, যে কোনও বোতামই টিপুন, ভোটটা গিয়ে পড়ছে বিজেপির ঘরে অথবা বিজেপি-বিরোধী ভোট মেশিন নিচ্ছেই না। কারচুপি করেই জেতানো হয়েছে বিজেপিকে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের ভোটের ফল দেখে সব বিরোধী দলের এটা নিয়ে আরও গভীর ভাবে ভাবা উচিত।