থানায় নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশ তা মানতে নারাজ। তাদের দাবি, আন্দোলনরত ওই তরুণীই অভব্য আচরণ করেন।
পুলিশ বলেছে, ওই তরুণীকে থানায় নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে কয়েকজন আধিকারিক কথা বলেন এবং তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন। পুলিশ বলেছে, ওই তরুণী নিজের পরিচয় জানাননি ।
যদিও পুলিশের এই বক্তব্য মানতে নারাজ দিল্লির মহিলা কমিশন। পুলিশের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছেন, 'হায়দরাবাদের নৃশংস ধর্ষণের ঘটনায় মর্মাহত হয়ে এক ছাত্রী যখন প্রতিবাদ করছেন, তখন তাঁকে আটক করে মারধর করল দিল্লি পুলিশ। আমি মেয়েটির সঙ্গে থানায় গিয়ে দেখা করেছি। ও ভয় পেয়ে গিয়েছে। কেউ প্রতিবাদ করলে কী এমনই পরিণতি হবে?'
মালিওয়ালের ট্যুইট-এই লজ্জাজনক ঘটনা নিয়ে দিল্লি মহিলা কমিশন নোটিশ পাঠাবে। জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।
উল্লেখ্য, থানা থেকে বেরিয়ে অনু দুবে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন।