পাক জঙ্গিদের কাছ থেকে টাকা নিয়ে গ্রেফতার কাশ্মীরী ব্যবসায়ীর আরও ৫ দিনের এনআইএ হেফাজত
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2017 09:05 PM (IST)
নয়াদিল্লি: হুরিয়ত নেতাদের জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া কাশ্মারী ব্যবসায়ী জহুর ওয়াতালিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দশদিন হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছিল এনআইএ।
দিল্লির জেলা জজ পুনম এ বাম্বা সোমবার ইন চেম্বার শুনানিতে আরও ৫ দিন ওয়াতালিকে তাদের হেফাজতে পাঠালেন। ১৭ আগস্ট গ্রেফতার হন ওয়াতালি। তাঁর ও অন্যান্য সন্দেহভাজনদের একাধিক বাড়িতে তল্লাসি চালিয়েছিল এজেন্সি।
তাঁর দশদিনের এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হয় আজই।
গত ৩ জুন এক বিবৃতিতে এনআইএ জানায়, তারা শ্রীনগরে ওয়াতালির বাসভবনে অভিযান চালিয়ে একাধিক আর্থিক লেনদেন ও জমি সংক্রান্ত ডিলের নথিপত্র পেয়েছে তারা। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছ থেকে নেওয়া নগদ অর্থের নথি সহ একাধিক সন্দেহজনক কাগজপত্রও মিলেছে।
প্রসঙ্গত, এনআইএ এর আগে এ ব্যাপারে গ্রেফতার করেছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শা গিলানির জামাই আলতাফ আহমেদ শা ও আরও ৬ জনকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -