নয়াদিল্লি:  বড়সড় জাল নোট চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের বিশেষ সেল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১৮ লক্ষ টাকা মূল্যের জাল নোট। গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর এতবড় জাল নোট চক্রের হদিশ এর আগে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, বুকি ও হাওয়ালা কারবারীদের জাল ২০০০ টাকার নোটের যোগান দিতে ধৃতরা। ৪০ শতাংশ দামে তারা জাল নোট দিত। অর্থাত্, ১ লক্ষ টাকার জাল নোট তারা ৪০ হাজার টাকায় বিক্রি করত।
ডেপুটি পুলিশ সুপার (স্পেশ্যাল সেল) সঞ্জীব যাদব বলেছেন, তিন অভিযুক্ত আজাদ সিংহ (৩৬), মনোজ (৩৭) এবং সুনীল কুমার (২৬)-কে গত শুক্রবার নারেলা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৮ লক্ষ টাকা মূল্যের জাল ২০০০ টাকার নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
ডিএসপি জানিয়েছেন, আজাদের কাছ থেকে জাল নোট নিতে মোটরসাইকেলে চড়ে এসেছিল মনোজ ও সুনীল। আজাদ একটি স্করপিও গাড়ির মধ্যে ছিল।
আজাদ অতীতেও ডাকাতি সহ অপরাধে জড়িত ছিল। সে দিল্লিতে প্রিন্টিং ও স্ক্যানিং ইউনিট খুলে বসে চাহিদামতো জাল নোট যোগান দেওয়ার কারবার খুলে বসেছিল।
মনোজ ও সুনীলও দাগী। তাদের বিরুদ্ধে গাড়ি চুরি ও ধর্ষণের অভিযোগ রয়েছে।