নয়াদিল্লি:  শনিবার সকালে দিল্লির তুঘলকাবাদে রানি ঝাঁসি সর্বোদয়া কন্যা বিদ্যালয় নামের একটি স্কুলের সামনে কন্টেনার থেকে গ্যাস লিক হওয়া শুরু হয়। গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে পড়েছে স্কুলের প্রায় তিনশোর বেশি পড়ুয়া। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।




স্কুলের ভাইস প্রিন্সিপ্যালের কথায় গ্যাস লিক হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকাই স্কুলের সমস্ত পড়ুয়াদের নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। অনেকের আবার নাক-চোখ মুখ জ্বলতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়। স্কুলের এক শিক্ষককের দাবি অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অনেককে আবার প্রাথমিক চিকিত্সরা পর ছেড়ে দেওয়া হয়েছে।



গ্যাস লিকের কথা জানাজানির সঙ্গে সঙ্গে ক্যাটস অ্যাম্বুলেন্স এবং পুলিশকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল মুখে মাস্ক পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়।

তবে গ্যাস লিকের কারণ কী, সেটা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের অন্য পড়ুয়াদের আজকের মতো ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর পড়ুয়াদের সঙ্গে দেখা করে পুরো ঘটনার কথা জানবেন বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এই ঘটনায় জেলা শাসককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী।