Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দিল্লিতে সরকারি হাসপাতাল শুধু রাজধানীর নাগরিকদের জন্যই সংরক্ষিত, ঘোষণা কেজরীবালের
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে জুনের শেষ নাগাদ ১৫ হাজার বেডের প্রয়োজন পড়তে পারে।
NEW DELHI, INDIA - JUNE 11: Delhi Chief Minister Arvind Kejriwal during a press conference at his official residence at Civil Lines over IAS officers strike on June 11, 2018 in New Delhi, India. The Delhi Chief Minister alleged that accused the Prime Minister Office and the centre of unleashing the lieutenant governor, IAS officers and government agencies on the AAP government to stall its functioning. The AAP chief also alleged during a press conference today that officers, who have been boycotting meetings with Delhi ministers for four months after the alleged assault on Chief Secretary Anshu Prakash, are being "threatened" into continuing their strike. (Photo by Mohd Zakir/Hindustan Times via Getty Images)
করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে মানুষ দিল্লিতে চিকিৎসা করাতে এলে, স্থানীয়রা সঠিক স্বাস্থ্য পরিষেবা পাবেন না, এই যুক্তি দেখিয়ে গত সপ্তাহে দিল্লির সীমানা বন্ধ রাখার কথা ঘোষণা করেন কেজরীবাল। সোমবার তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। এ দিন কেজরীবাল বলেন, ‘‘দিল্লি সরকারের হাতে যে ১০ হাজার বেড রয়েছে, তা স্থানীয়দের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত বেড রয়েছে, সেগুলি সকলের জন্যই উপলব্ধ হবে।’’
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে জুনের শেষ নাগাদ ১৫ হাজার বেডের প্রয়োজন পড়তে পারে। সেই কারণে দিল্লিবাসীর জন্য বেড সংরক্ষিত করে রাখার পরামর্শ দিয়েছিলেন পাঁচ চিকিৎসককে নিয়ে গঠিত দিল্লি সরকারের বিশেষ কমিটি। সেই নিয়ে গত কয়েকদিনে তীব্র সমালোচনার মুখে পড়েছে তাঁর সরকার। কিন্তু কেজরীবালের যুক্তি, ‘‘এই মুহূর্তে আমাদের হাতে ন’হাজার বেড রয়েছে। ভিন রাজ্যের রোগীদের ভর্তি নিলে, তিন দিনেই তা ভরে যাবে।’’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -