নয়াদিল্লি: দিল্লি সরকার রাজ্যবাসীর মতামত চাইল মহিলাদের জন্য নিখরচায় গণপরিবহণ ব্যবস্থা চালু করার প্রস্তাব নিয়ে। দিল্লির আপ সরকার ঠিক করেছে, মহিলারা সরকারি বাস, মেট্রো ট্রেন পরিষেবার সুযোগ পাবেন বিনামূল্যে। ১৫ জুন পর্যন্ত আমজনতার পরামর্শ, প্রস্তাব গ্রহণ করা হবে। দিল্লির পরিবহণ দপ্তর জানিয়েছে, সরকারি বাস, মেট্রোয় মহিলাদের বিনা পয়সায় পরিষেবা দেওয়ার প্রকল্প সম্পর্কে সরকার জনসাধারণের প্রস্তাব, সুপারিশ চেয়েছে ১৫ জুন পর্যন্ত। যে কেউ দিল্লি সরকারের ডিডিসি চেয়ারম্যানের পাশাপাশি ndelhiwomensafety@gmail.com-এ তাদের মতামত জানাতে পারেন।
গত মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া বাসে চেপে মহিলাদের নিখরচায় বাস, মেট্রোযাত্রার স্কিম নিয়ে সাধারণ মানুষের মতামত, প্রতিক্রিয়াও শোনেন। সরকারি উদ্যোগের বিরোধিতা করেছেন, এমন একজনও পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। দিল্লির মহিলাদের সুরক্ষা এই স্কিমে সুনিশ্চিত হবে বলেও অভিমত অরবিন্দ কেজরিবাল সরকারের।
মহিলাদের বিনামূল্যে বাস, মেট্রো পরিষেবা: দিল্লিবাসীর সুপারিশ চাইল আপ সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 04:04 PM (IST)
মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া বাসে চেপে মহিলাদের নিখরচায় বাস, মেট্রোযাত্রার স্কিম নিয়ে সাধারণ মানুষের মতামত, প্রতিক্রিয়াও শোনেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -