নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র পড়ুয়াদের স্বস্তি। শুক্রবার দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ, পুরানো নিয়মেই উইনটার সেশনের জন্য এক সপ্তাহের মধ্যে পড়ুয়ারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্ষেত্রে কোনও লেট ফি ধার্য হবে না।
৯০ শতাংশ পড়ুয়াই ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন উল্লেখ করে বিচারপতি রাজীব শাদকার বলেছেন, বাকি দশ শতাংশ পড়ুয়া পুরানো নিয়ম অনুসারে এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে কোনও লেট ফি ধার্য হবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দায়ের করা পিটিশনের শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি। হস্টেল ম্যানুয়ালের সংশোধনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সংসদ। তাদের যুক্তি, এই সংশোধন অসাধু, একরতফা, অবৈধ এবং তা পড়ুয়াদের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব ফেলবে।
আদালত এই মামলায় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের মাধ্যমে কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে পক্ষ করেছে। এই মামলায় সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করেছে আদালত এবং জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি।
ছাত্র সংসদের আইনজীবী আদালতকে বলেছেন, ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা না করেই হস্টেল ম্যানুয়ালের বদল ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, ভয়ের বশবর্তী হয়েই অনেক পড়ুয়া বর্দ্ধিত ফি জমা দিয়েছেন। কারণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে, বর্দ্ধিত ফি না দিলে পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হবে।


অন্যদিকে, অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ আদালতে বলেন, সার্ভিস ও ইউটিলিটি চার্জ ২০২০-র ৯ জানুয়ারি ইউজিসি-র সার্কুলারের মাধ্যমে মকুব করা হয়েছে।

ছাত্র সংসদের আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংরক্ষিত অংশের কোনও সংজ্ঞা জারি করেনি।