নয়াদিল্লি: বাওয়ানা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধর্মের নামে ভোট চেয়ে প্রচারের অভিযোগে বিপাকে দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকারের মন্ত্রী ইমরান হুসেন। বাওয়ানা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার। হুসেনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জনপ্রতিনিধিত্ব আইন, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
হুসেনের বিরুদ্ধে সেখানকার মুসলিম ভোটারদের নিজেদের সম্প্রদায়ের ভোট দেওয়ার আবেজন করে প্যামফ্লেট বিলি করার অভিযোগ উঠেছে। প্যামফ্লেটে আরও নানা আপত্তিকর, সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া বক্তব্য রয়েছে বলেও অভিযোগ।
আজ দিল্লি বিজেপি শাখা মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয় এ ব্যাপারে। নেতৃত্ব দেন শাখা সভাপতি মনোজ তেওয়ারি। দিল্লি বিধানসভার বিরোধী নেতা বিজেন্দর গুপ্তা জানান, ধর্মের নামে ভোট চাওয়ায় হুসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিজেপি প্রতিনিধিদলটি।
আজই ভোটগ্রহণ হয় বাওয়ানায়।
ঘটনাচক্রে দিল্লিতে আড়াই বছরের বেশি শাসনকালে আপ সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়েছে। দাঙ্গা বাঁধানো, মহিলাদের সম্ভ্রমহানি, যৌন হেনস্থা, ফৌজদারি ভীতিপ্রদর্শন, হামলার মতো একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ১৫ জন আপ বিধায়ক।
বাওয়ানায় ধর্মের নামে ভোটপ্রচার, অভিযুক্ত দিল্লির আপ সরকারের মন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2017 07:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -