নয়াদিল্লি: বয়স মাত্র ৪ মাস। মা ছেড়ে চলে গিয়েছেন তাকে। অসহায় বাবা দ্বারে দ্বারে ঘুরছেন যাতে মাকে রাজি করানো যায় ছোট্ট মেয়েকে বুকের দুধ দিতে।


৪ মাসের মেয়েটি ভুগছে এর্বস পালসির মত দুরারোগ্য ব্যাধিতে। এর ফলে জটিল ডেলিভারির সময় শিশুর গুরুত্বপূর্ণ স্নায়ুতে চোট লেগে তার বাঁ হাত পক্ষাঘাতগ্রস্ত হয়। চিকিৎসকরা বলেছেন, রোগের ওষুধ শিশুটিকে সরাসরি খাওয়ানো যাবে না, তা খাওয়াতে হবে স্তন্যদুগ্ধের মাধ্যমে।

দুর্ভাগা এই মেয়ের মা ২ মাস বয়সে তাকে ছেড়ে চলে যান বলে অভিযোগ। তাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আদালতে লড়াই চলছে। তার বাবা এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্ত্রীর সন্ধান চেয়ে হেবিয়াস কর্পাস দায়ের করেছেন।

মহিলাও গিয়েছেন হাইকোর্টে, মেয়েকে ওষুধ খাওয়াতে ৩ মাসের জন্য তার দায়িত্ব নিয়ে অস্বীকার করেছেন তিনি। আদালতে তিনি বলেছেন, স্তনদুগ্ধের মাধ্যমে যে সব ওষুধ তাঁকে বাচ্চাকে খাওয়াতে হবে সেই ওষুধগুলিতে তাঁর অ্যালার্জি রয়েছে, তাই তা খাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

তাঁর বয়ান রেকর্ড করে মামলার ইতি টেনে দেয় আদালত, পেশায় আইনজীবী মেয়েটির বাবা এবার তাই ট্রায়াল কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, সন্তানকে পরিত্যাগ করার জন্য তাঁর স্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিল্লি পুলিশকে এ ব্যাপারে অ্যাকশন টেকন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।