নয়াদিল্লি: পূর্ব দিল্লির পাণ্ডবনগর এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে দুই সন্তানের মাকে গণধর্ষণ করল একদল তরুণ। রাতভর অত্যাচারের পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ কোনওক্রমে ফ্ল্যাটের বারান্দায় এসে রাস্তায় ঝাঁপ দেন ওই মহিলা। সাহায্যের আর্তি জানিয়ে রাজপথে নগ্ন অবস্থায় হাঁটলেন নির্যাতিতা। তাঁর সাহায্যে কেউ এগিয়েও আসেননি। অবশ্য পরে একজন পুলিশকে ঘটনার কথা জানান। ঘটনার কথা জানতে পেরে পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। ওই পাঁচ অভিযুক্ত হল লক্ষয় ভাল্লা, বিকাশ কুমার, নবীন,স্বরিত ও প্রতীক। ২৬ বছরের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পাণ্ডব নগর থানার পুলিশ।
পুলিশের জানিয়েছে পাঁচ যুবকের মধ্যে চারজন চারটি ভিন্ন বেসরকারি কল সেন্টার কর্মী, আর স্বরিত ইঞ্জিনিয়ার হিসেবে টেক মহিন্দ্রায় কাজ করে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলার পূর্ব পরিচিতি ছিল অভিযুক্তদের একজন বিকাশের সঙ্গে। বিকাশই মহিলাকে দিল্লির মুনিরকা থেকে ঘটনার আগেরদিন রাতে বন্ধুর বাড়িতে পার্টি আছে বলে পাণ্ডবনগরে নিয়ে যান। রাস্তায় আরও দুই অভিযুক্তকে তোলা হয়। ফ্ল্যাটে গিয়ে ওই মহিলা দেখেন আরও দুই ব্যক্তি সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে। এরপর তারা ওই মহিলাকে জোর করে মদ্যপান করতে বাধ্য করে। তারপর একে একে ধর্ষণ করে মহিলাকে। এমনকি মহিলাকে হুমকি দেওয়াও হয়, যদি তিনি কোনওভাবে পালানোর চেষ্টা করেন, তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে।
ফ্ল্যাটে আটকে রাতভর গণধর্ষণ, বারান্দা থেকে ঝাঁপ, রাস্তায় নগ্ন দুই সন্তানের মা, ধৃত ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2017 12:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -