নয়াদিল্লি:  আজ দিল্লি ও এনসিআর অঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। গতকাল সারাদিন ভারী বৃষ্টি হয় রাজধানীতে। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন রাস্তা, ট্র্যাফিক পরিষেবা থমকে যায়। পরিস্থিতি খতিয়ে দেখে জেলা প্রশাসন আজ গাজিয়াবাদ অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।




যুমনার জল বিপদসীমা ছুঁয়েছে। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে হাথনিকুন্ড বাঁধ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, মন্তব্য প্রশাসনের।