নয়াদিল্লি: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির শারীর শিক্ষার বইয়ে মেয়েদের অশালীন ভাবে তুলে ধরা ও সিবিএসই-র সিলেবাস সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর অভিযোগে প্রকাশকের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। 'হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন' নামের ডাঃ ভি কে শর্মার লেখা বইটি ছেপেছে নয়াদিল্লির নিউ সরস্বতী হাউস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড।
বইয়ে লেখা ছিল, ৩৬-২৪-৩৬ মেয়েদের শরীরের সবচেয়ে ভাল শেপ। মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের মতো সৌন্দর্য্য প্রতিযোগিতায়ও এটাকেই মাপকাঠি ধরা হয়।
এতেই আপত্তি উঠেছে। সিবিএসই এক বিবৃতিতে বলেছে, মহিলাদের অশালীন প্রদর্শন বিরোধী আইনের ৬ নম্বর ধারায় পূর্ব দিল্লির প্রীত বিহার থানায় দায়ের হয়েছে এফআইআর। বোর্ডের এক মুখপাত্র বলেন, মিডিয়া সহ নানা সূত্রে বারো ক্লাসের শারীর শিক্ষার বইয়ে মেয়েদের প্রতি আপত্তিকর কথা রয়েছে বলে অভিযোগ এসেছে। বিতর্কিত বইটি বোর্ড পড়াতে বলেনি। বোর্ড বইয়ের বিষয়বস্তু খতিয়ে দেখতে কমিটি নিয়োগ করে। তারা দেখেছে, বইয়ে নারী দেহের শেপ, সাইজ, ফিগার সম্পর্কে আপত্তিকর কথা রয়েছে, যা সিলেবাসের মর্মবস্তুর সঙ্গে মানানসই নয়। বইয়ের লেখক প্রসঙ্গের বাইরে চলে গিয়েছেন, লেখক ও প্রশাসক কিছু স্কুলের সঙ্গে বোঝাপড়া করে বইটি ছেপে, বিক্রি করে মারাত্মক অন্যায় করেছেন। এতে সিবিএসই সম্পর্কে ভুল ধারনা ছড়িয়েছে, তার সুনাম ক্ষুন্ন হয়েছে।
তারা কোনও প্রাইভেট প্রকাশকদের ছাপা বই পড়াতে তাদের আওতাধীন স্কুলগুলিকে সুপারিশ করে না বলেও জানিয়েছে সিবিএসই।