নয়াদিল্লি: করোনা আতঙ্কে স্তব্ধ, বিপর্যস্ত জনজীবন। সব স্বাভাবিক রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পুলিশ। পুলিশের মানবিকতার এক ছবি দেখা গেল দিল্লিতে। প্রসবের সময় মিলছিল না অ্যাম্বুলেন্স। প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ ভ্যান।
ঘটনাটি ঘটেছে দিল্লির ময়দান গার্হি অঞ্চলে। এক মহিলার প্রসবের সময় প্রয়োজন হয়ে পড়েছিল অ্যাম্বুলেন্সের। বারবার চেষ্টা করেও কোনও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি পরিবার। অবশেষে সাহায্য করতে এগিয়ে আসে বাড়ির সামনে দাঁড়ানো পিসিআর পুলিশ ভ্যান।
সঙ্গে সঙ্গে প্রসূতিকে ভ্যানে তুলে কাছের হাসপাতালে রওনা হয় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই শিশুর জন্ম দেন ওই মহিলা। হাসপাতাল সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ রয়েছেন মা ও সদ্যোজাত।
পুলিশ ইনসপেক্টর পুনম পারেখ ওই মহিলার পরিবারকে জানান, সুস্থ রয়েছে মা ও সন্তান। ঘটনার পরে ওই মহিলার স্বামী সমস্ত দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়েছিলেন গোটা পরিবার।