নয়াদিল্লি:  মহিলাদের কী নজরে দেখে রাজধানী দিল্লি তার একাধিক প্রমাণ আমরা অতীতে পেয়েছি। প্রাপ্ত বয়স্ক নারী থেকে বৃদ্ধা বা শিশু, হেনস্থার সম্মুখীন হতে হয়েছে সকলকে। মহিলাকে অপহরণ, খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, মার সবই বারংবার প্রকাশ্যে ঘটতে দেখা গিয়েছে দিল্লিতে। নতুন আইন তৈরি হয়েছে, প্রশাসনও কড়া হয়েছে, তবে সবই খাতায় কলমে। কারণ, মহিলাদের হেনস্থা, নিগ্রহ একইভাবে চলছে।




দিল্লিতে ফের এক মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মেরে কাপড় ছিঁড়ে দেওয়া হল। কিন্তু প্রতিবাদ করে মহিলাকে সাহায্য করার বদলে, প্রত্যক্ষদর্শীরা ভিডিও করতেই ব্যস্ত রইলেন।

মহিলার অপরাধ তিনি তাঁর বাড়ির বৃদ্ধা মালকিনকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন। দিল্লির পালাম গ্রামে ঘটনাটি ঘটেছে।

ভিডিওতে দেখা গিয়েছে মহিলাকে মারছেন ওই বাড়ির মালিকেরই ছেলের বউ এবং অন্য সদস্যরা। এই ঘটনার সময় ঘটনাস্থলে অন্যরা উপস্থিত থাকলেও, কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি।

আক্রান্ত মহিলা একটি গ্যাস এজেন্সিতে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন। তিনি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বাড়ির মালিক এক বৃদ্ধা মহিলা। তাঁকে পরিবারের সদস্যদের হাতে নিগৃহীত হতে দেখে এগিয়ে আসেন ওই মহিলা। এরপরই চরম হেনস্থার মুখে পড়তে হয় ওই মহিলাকে। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে, তারাও অভিযোগ নিতে অস্বীকার করে