নয়াদিল্লি: রাজধানীতে ঘোরালো চেহারা নিয়েছে চিকুনগুনিয়া। সোমবার এই রোগে প্রাণ হারিয়েছেন ৩জন। শুধু চিকুনগুনিয়াই নয়, ডেঙ্গি ও ম্যালেরিয়ার মত রোগও ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। এই দুই রোগে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০জন। হাসপাতালগুলি ভরে গেছে জ্বরাক্রান্ত রোগীতে।
কিন্তু দিল্লির ‘আম আদমি’ স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের দেখা নেই। আগামী বিধানসভা ভোটে দলের প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি এই মুহূর্তে গোয়ায়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও অনুপস্থিত। তিনি রয়েছেন বেঙ্গালুরুতে, গলা অপারেশনের জন্য। অবশ্য দিল্লিতে জ্বর কার্যত মহামারীর চেহারা নিয়েছে খবর পেতেই টুইট করতে দেরি করেননি কেজরীবাল। তক্ষুণি টুইট করে তিনি দোষ চাপিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের ঘাড়ে।


এর আগে গত সপ্তাহও দায়িত্ব এড়ানো অভিযোগে সমালোচনার মুখে পড়েন কেজরীবাল। দিল্লি বিধানসভায় জরুরি ভিত্তিতে ১দিনের অধিবেশন ডাকলেও তিনি স্বয়ং তাতে অনুপস্থিত থাকেন। বদলে চলে যান পঞ্জাব, ভোটের প্রস্তুতি দেখতে।
যাই হোক, আপ মন্ত্রীরা যখন দিল্লি থেকে তাঁদের অনুপস্থিতির সাফাই গাইতে ব্যস্ত, তখন জ্বরে কাঁপছে রাজধানী। মশা সংক্রান্ত ব্যধিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন অন্তত কয়েকশো মানুষ। এখনও পর্যন্ত হাজারের বেশি চিকুনগুনিয়া আক্রান্তের খবর মিলেছে, ১,১০০জন ডেঙ্গি আক্রান্ত ও ম্যালেরিয়ায় ভুগছেন ২১জন। কিন্তু দিল্লির দেখভালের দায়িত্ব নিয়েছেন যাঁরা, সেই মন্ত্রী সান্ত্রীদেরই দেখা নেই যে!