নয়াদিল্লি:  কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট, ভারতের মর্যাদাপূর্ণ ম্যানেজমেন্ট সংস্থায় ঢোকার জন্যে এই প্রবেশিকা দিতে হয়। বছর বছর বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে। অনেকের বেশ কয়েক বছর লেগে যায় এই পরীক্ষায় পাস করতে। কিন্তু দিল্লির তরুণী ছবি গুপ্ত, সমস্ত রেকর্ড ভেঙে একটি চাকরি করে, শুধু প্রথমবারেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, ১০০ পার্সেন্টাইলও স্কোর করেছে। সে হল ২০১৭ সালের সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে অন্যতম মহিলা পরীক্ষার্থী যে ১০০ পার্সেন্টাইল স্কোর করে ক্যাট ক্র্যাক করেছে।

২০১৭ সালের ক্যাটে, মোট কুড়িজন পড়ুয়া ১০০ পার্সেন্টাইল স্কোর করেছে। কুড়ি জনের মধ্যে দুজন মহিলা ও তিনজন ইঞ্জিনিয়ার নয়, এমন পরীক্ষার্থী রয়েছে।

ছবি আইআইটি দিল্লি থেকে বায়োটেকনোলজিতে ডুয়াল বিটেক ও এমটেক করেছে। তারপর তার লক্ষ্যই ছিল আইআইএম আমদাবাদ বা আইআইএম কলকাতায় ঢোকা। ছবি শুধুমাত্র নিজের সেই স্বপ্নই সফল করেনি, একজন মহিলা পড়ুয়া হিসেবেও নয়া রেকর্ড তৈরি করেছে। প্রসঙ্গত, বেশি মহিলা এই জায়গায় পৌঁছতে পারে না। সেটাও একজন মহিলা পড়ুয়া হিসেবে ছবির নয়া রেকর্ড।

ক্যাটে ১০০ পার্সেন্টাইল স্কোর করে ছবির প্রতিক্রিয়া, এখনও আমাদের দেশে বেশিরভাগ মহিলাই পড়াশোনা করলে, পরিবার আশা করে, তারা একসঙ্গে বাড়ির কাজেও সাহায্য করুক। কিন্তু তার পরিবার তাকে সেখানে যথেষ্ট সাহায্য করেছে। তাই সে এই সাফল্যে পরিবারের প্রতি কৃতজ্ঞ। এদিকে ছবি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় বিজনেস অ্যানালিস্টের পদেও কাজ করত। মূলত ছুটির দিনটিতেই পড়ত ছবি।

মেয়ের সাফল্যের পর ছবির মা জানিয়েছেন, ছোট থেকেই ছবির পড়াশোনার বিষয় তাঁরা খুবই নিয়ম মেনে চলতেন। চুতর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসত ছবি। পড়াশোনাতেও খুবই ভাল ছিল। ছবির বন্ধু ছিল তার পরিবার ও বই। সুসময় বা দুঃসময় তারাই ছবির পাশে থেকেছে।