নয়াদিল্লি: দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় হোটেলের ওয়ো রুমের মধ্য থেকে এক ১৯ বছরের তরুণী ও তাঁর সঙ্গী ১৮ বছরের এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি।

মেয়েটি লেডি হার্ডিঞ্জ কলেজের মেডিক্যাল ছাত্রী। ছেলেটি প্রস্তুতি নিচ্ছিলেন আইআইটি প্রবেশিকার জন্য। কেন, কোন পরিস্থিতিতে তাঁরা এই পথ বেছে নিতে বাধ্য হলেন, জানা যায়নি।

ওই ডাক্তারি ছাত্রীর বাবা সিআরপিএফে কর্মরত। ছেলেটির বাবার মুদির দোকান রয়েছে। বৃহস্পতিবার ওই ঘর ভাড়া করেন তাঁরা। শুক্রবার বিকেলে চলে যাওয়ার কথা ছিল। কোনও সাড়াশব্দ না পেয়ে বিকেল তিনটে নাগাদ হোটেল কর্মীরা তাঁদের দরজায় ধাক্কা দেন। সাড়া না মেলায় খবর দেন পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, তাঁরা দুজন সিলিং ফ্যান থেকে ঝুলছেন।

মৃতদের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ কারণ ছেলেটির বয়স সম্ভবত ১৮ হয়নি। ঘটনার তদন্ত চলছে।