নয়াদিল্লি: দেশে গণতন্ত্র ততদিনই সুরক্ষিত, যতদিন হিন্দুরা সংখ্যাগুরু। হিন্দুদের সংখ্যা কমতে থাকলে তা গণতন্ত্রের পক্ষে বিপদ। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।
তাঁর কথায়, সামাজিক ঐক্য ও উন্নয়ন সঙ্কটে পড়বে যখনই দেশের সংখ্যাগুরু সম্প্রদায় সংখ্যালঘু হওয়ার পথে হাঁটবে। জনঘনত্বের পরিবর্তন জাতীয়তাবাদের পক্ষে বিপজ্জনক।
গিরিরাজ আরও বলেছেন, মুসলমানদের সংখ্যাবৃদ্ধি দেশের পক্ষে বিপদ। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ ও কেরলের ৫৪টি জেলায় হিন্দুরা সংখ্যালঘু। জনঘনত্বের এই পরিবর্তন দেশের একতা ও অখণ্ডতার পক্ষে সঙ্কটজনক।
তাঁর কথায়, যাবতীয় দায়িত্ব নিয়ে তিনি বলছেন, যে সব জায়গায় হিন্দুদের সংখ্যা কমেছে, সেখানেই সামাজিক ঐক্যের ক্ষয় হয়েছে, সঙ্কটে পড়েছে জাতীয়তাবাদ।
দেশের স্বার্থে এখনই পরিবার পরিকল্পনা আইন প্রণয়ন করা হোক বলেও মন্তব্য করেছেন তিনি। দেশভাগের পর এ দেশে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে অথচ পাকিস্তানে কার্যত নিশ্চিহ্ন হিন্দুরা।
রাম মন্দির নিয়ে প্রশ্ন করলে গিরিরাজ বলেন, শিয়া সম্প্রদায় অযোধ্যার বিতর্কিত ভূখণ্ডে রাম মন্দির নির্মাণের পক্ষে। তাঁর বিশ্বাস, সুন্নিরাও একই মত দেবেন। শিয়া, সুন্নি, হিন্দু- সকলেই রামচন্দ্রের বংশধর।
মুসলমানের সংখ্যাবৃদ্ধি দেশের পক্ষে বিপদ, বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2017 08:27 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -