কলকাতা ও নয়াদিল্লি: কর্নাটকের পরিণতিতে সন্তোষ প্রকাশ করে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা গণতন্ত্রের জয় বলে মন্তব্য করেন তিনি।
কর্নাটকে সরকার গঠন ঘিরে দড়ি টানাটানিতে তীব্র উত্তেজনার পর বিধানসভায় আস্থাভোটের মুখোমুখি না হয়ে সরে দাঁড়ান বি এস ইয়েদুরাপ্পা। তিনদিনের বিজেপি সরকারের পতনের পর ট্যুইটে তৃণমূল নেত্রী অভিনন্দন জানান জেডি (এস) সভাপতি দেবগৌড়া, কুমারস্বামী, কংগ্রেসকেও। বলেন, এটা আঞ্চলিক ফ্রন্টের জয়। সোমবার বেঙ্গালুরুতে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা।





কংগ্রেস বলল, কর্নাটকে গণতন্ত্র জিতল। অন্য দলগুলির বিধায়ক ভাঙানোর জন্য বিজেপির 'অপারেশন লোটাস' অভিযান ভেস্তে গেল। দেশ যেমন আগাম পূর্বাভাস দিয়েছিল, সেটাই হল। ইয়েদুরাপ্পাকে দুদিনের মুখ্যমন্ত্রী হয়েই থাকতে হল। নিজের ৭ দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড নিজেই ভাঙলেন উনি। সংবিধান, গণতন্ত্রের জয় হল।

বিজেপির 'মিশন হাইজ্যাক কর্নাটক অ্যাসেম্বলি ব্যর্থ'। পেশীশক্তিকে হারিয়ে জিতল জনশক্তি।







কর্নাটকে আপাতত সংবিধান রক্ষা পেল বলে ট্যুইট করেছেন আরেক কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তিনি লেখেন, বেচারা ইয়েদুরাপ্পা। পুতুলের পিছনের চালক ব্যর্থ হলে পুতুলটাই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।