নয়াদিল্লি: নোট বাতিল আসলে ‘বিরাট আর্থিক কেলেঙ্কারি’। প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্ত ‘আগেই’ তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন। এমনটাই অভিযোগ করলেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল।

দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, দুর্নীতি দমনের নামে বিশাল আকারের দুর্নীতিরই ছক কষে কেন্দ্র। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সরকারিভাবে ঘোষণার আগেই নিজের ঘনিষ্ঠ বন্ধুদের এ ব্যাপারে জানিয়ে দেন, যাতে তাঁরা নিজেদের কালো টাকা সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা আগেভাগে করতে পারেন। যদিও এ ব্যাপারে তিনি কোনও প্রমাণ দেখাননি।

কেজরীর আরও অভিযোগ, ব্যাঙ্কে জমা টাকা নিয়ে ভুলভাল খবর ছড়িয়েছে। তাঁর দাবি, কিছুদিন আগেও ব্যাঙ্কে বিশেষ কিছু ডিপোজিট ছিল না। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে বিশাল পরিমাণ অর্থ জমা পড়েছে। এই টাকা কার বলে প্রশ্ন করেছেন তিনি।



কেজরীর দাবি, নোট বাতিল করে দুর্নীতি দমন আদপে হবে না, উল্টে যেটা হবে, তা আসলে টাকার হাত বদল। আর এ জন্য সাধারণ মানুষের হয়রানির একশেষ হচ্ছে। কেন্দ্র বলেছে, কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে এলে কর তো দিতে হবেই, ২০০ শতাংশ জরিমানাও বসবে। অর্থাৎ, ৯০ শতাংশ টাকাই হাতছাড়া হবে অ্যাকাউন্ট হোল্ডারের। তাঁর প্রশ্ন, কোন কালো টাকার মালিক এই পরিস্থিতিতে অ্যাকাউন্টে টাকা ফেলতে যাবেন? আসলে সরকার ঘুরিয়ে কালো টাকা মালিকদের বলার চেষ্টা করছে, এখন ব্যাঙ্কে টাকা রেখ না।

বিজেপি অবশ্য উড়িয়ে দিয়েছে কেজরীর অভিযোগ। তাদের বক্তব্য, গরিবের জন্য যখনই কেউ কোনও কাজ করার চেষ্টা করে, তখনই এক শ্রেণির ‘সুযোগসন্ধানী’ গুজব ছড়ানোর ফিকির খোঁজে। তাই কেজরীর অভিযোগ স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই।