সূত্রের খবর, বুধবারই নতুন ৫০০ টাকার নোটের পঞ্চাশ লাখ পিস্ নাসিকের কারেন্সি নোট প্রেস রিজার্ভ ব্যাঙ্কের কাছে পাঠিয়েছে। আগামী বুধবার আরও পঞ্চাশ লক্ষ পিস পাঁচশ টাকার নোট পাঠাবে তারা। জানা গিয়েছে, নাসিক, মধ্যপ্রদেশের দেবসে প্রিন্টিং ইউনিটে ছাপা হচ্ছে নতুন নোট। এছাড়াও মাইসোর এবং পশ্চিমবঙ্গের শালবনীর ইউনিটেও নতুন নোট ছাপার কাজ চলছে। এই আর্থিক বছরের শেষে বাজারে পাঁচশ টাকার নোটের সংখ্যা থাকবে প্রায় ৪০ কোটি।
প্রসঙ্গত, ২০০০ টাকার নোটের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় হলেও এখনও পরিচয় হয়নি নতুন পাঁচশ টাকার নোটের সঙ্গে। গত ১১ নভেম্বরই বাজারে আসে নতুন ২০০০ টাকার নোট।