নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে এককাট্টা হয়ে দেশজোড়া প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার! ফের খারিজ হয়ে গেল, হাইকোর্টগুলিতে নোট-সংক্রান্ত মামলার শুনানিতে স্থগিতাদেশের আবেদন!


সংশ্লিষ্ট সব মামলার শুনানি হোক শুধু সুপ্রিম কোর্টেই। এই আবেদন করে বুধবার সর্বোচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, এখনও পর্যন্ত ৬ লক্ষ কোটি টাকার বেশি জমা পড়েছে। ব্যাঙ্ক, এটিএম, ডাকঘরগুলিতে লাইন এখন অনেকটাই ছোট। প্রয়োজন হলে, ৩০ ডিসেম্বরের পরেও বাতিল নোট বদল ও জমা দেওয়ার সময় বাড়ানো হবে।


কিন্তু কেন্দ্রের এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ। আদালত সাফ জানায়, বিভিন্ন বিষয়ে মামলা হয়েছে। মানুষ হাইকোর্ট থেকে স্বস্তি পেতেই পারে!


এই প্রথম নয়। এর আগে গত ১৮ নভেম্বরও নোট-মামলার সব শুনানি সুপ্রিম কোর্টে করার কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়েছিল, প্রধান বিচারপতির বেঞ্চ। তখন আদালত বলেছিল, এটা গুরুতর বিষয়। মানুষ হয়রানির শিকার হচ্ছে, তাঁদের কোর্টে যাওয়ার অধিকার আছে। এমনকী, মানুষের হাতে অর্থ না থাকার বিষয়টিকে দাঙ্গা পরিস্থিতি’-র সঙ্গেও তুলনা টানে আদালত।


প্রসঙ্গত, নোট বাতিলের অব্যবহিতে উচ্চ আদালতে যে মামলাগুলি করা হয়েছে, সেখানে মূল যে ইস্যুগুলি উত্থাপন করা হয়েছে, সেগুলি হল -- ব্যাঙ্ক থেকে সপ্তাহে ২৪ হাজার পর্যন্ত টাকা তোলার ঊর্ধ্বসীমা প্রত্যাহার, খোলা বাজারে বাতিল হওয়া সত্ত্বেও সরকারি ক্ষেত্র যেমন হাসপাতাল, পেট্রোল পাম্পে পুরনো নোট চালু থাকার যৌক্তিকতা এবং এটিএমে যথেষ্ট পরিমাণে নগদ মজুত রাখা।