নয়াদিল্লি:  কংগ্রেসের ১৩২ তম প্রতিষ্ঠা দিবসে ফের দলের সহ সভাপতি রাহুল গাঁধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে ফের কড়া ভাষায় মোদীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন রাহুল। কং সহ সভাপতির দাবি, নোট বাতিল যজ্ঞ করা হয়েছে কার্যত দেশের এক শতাংশ ধনীদের লাভের কথা ভেবে। আর এর জেরে বলি হয়েছেন সাধারণ মানুষ। গরিবের টাকা লুঠ করে ধনীদের উদরপূর্তি করা হয়েছে, চারিদিকে ভয়ের বাতাবরণ ছড়িয়ে গেছে, মন্তব্য রাহুলের।


রাহুল তাঁর বক্তৃতায় আরও বলেন, মোদী বলেছিলেন দেশকে কালো টাকা ও দুর্নীতি মুক্ত করতে তিনি নোট বাতিল নামের এক যজ্ঞ করছেন। অথচ এই যজ্ঞে লাভ হয়েছে দেশের মাত্র ৫০টি পরিবারের। তার বিনিময় বলিদান দেওয়া হল গরিব শ্রমিক-শ্রেণীর, মন্তব্য রাহুলের।

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ‘কংগ্রেস’ শব্দের আসল অর্থের কথা বলতে গিয়ে রাহুল বলেন, আমজনতার কথা শোনা, অন্যদের সমস্যা বোঝা, এটাই লক্ষ্য কংগ্রেসের।

এদিকে নোট বাতিলের ফলে ধাক্কা খেয়েছে বিভিন্ন বড় সংস্থার ব্যবসাও। বেসরকারি সংস্থা টাটা স্টিল জানিয়েছেন, নোট বাতিলের জেরে ধাক্কা খেয়েছে তাঁদের ব্যবসা।

এদিকে নোট বাতিল পরবর্তী পরিস্থিতি সঠিক ভাবে না সামলানোয় কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি মোদীর কথা উল্লেখ করেই বলেন, তিনি বলেছিলেন ৫০ দিন লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। এদিকে ৫০ দিন পূর্ণ হতে আর একদিন বাকি। এনসিপি প্রধান জানান, তিনি পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন, এবং মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হওয়া সম্ভব নয়।