বিশাখাপত্তনম: নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বিমানে না উঠতে দেওয়ায় বিমানবন্দরে তাণ্ডব বাঁধানোর অভিযোগ উঠল তেলুগু দেশম পার্টি সাংসদ জেসি দিবাকর রেড্ডির বিরুদ্ধে।


অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র নির্দেশিকা অনুসারে, আন্তঃদেশীয় উড়ানের ক্ষেত্রে বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে সকল চেক-ইন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।


খবরে প্রকাশ, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আসনের লোকসভা সাংসদ রেড্ডির এদিন সকাল ইন্ডিগোর ৮টা ১০ মিনিটের ফ্লাইটে বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বিমানবন্দরে রিপোর্ট করেন। ফলে, তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।


তাঁকে সেই সিদ্ধান্ত জানানো হলে, তিনি ক্ষোভে ফেটে পড়েন। বিমানন্দরের মধ্যে সংশ্লিষ্ট ইন্ডিগোর দফতরে গিয়ে হাঙ্গামা করেন। বিষয়টি জানাজানি হতেই, তদন্তের নির্দেশ দিয়েছে বিমানসংস্থা। যদিও, এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যোগাযোগ করা প্রতিক্রিয়া মেলেনি রেড্ডির।


এখানে বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুও টিডিপির সাংসদ। কয়েকমাস আগে, বিমানের মধ্যে এয়ার ইন্ডিয়ার কর্মীকে চটি দিয়ে মারার অভিযোগে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিষিদ্ধ করে বিমান সংস্থাগুলি। সেই রেশ কাটার আগেই ফের বিতর্কে আরেক সাংসদ।